Friday, March 28, 2014

কপিলমুনিতে সেই ২ পুলিশ সদস্য প্রত্যাহার

কপিলমুনিতে বারুণী মেলার মাঠে তুচ্ছ ঘটনায় এক যুবককে নির্মম মারপিটের ঘটনায় জড়িত সেই ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন, কপিলমুনি ফাঁড়ির পুলিশ সদস্য আহসান হাবিব (৫৭৭) ও রফিক (১১৭৬)।

উল্লেখ্য, কপিলমুনি মহা বারুণী মেলার সার্কাস প্যান্ডেলের মাঠে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোলযোগ বাধে। এসময় পাশে অবস্থানরত তোফাজ্জেল সরদার (৩৩) গোলযোগ ঠেকাতে যায়।

এ সময় কপিলমুনি ফাঁড়ির পুলিশ সদস্য আহসান হাবিব ও রফিক ঘটনাস্থলে পৌছে তোফাজ্জেলকে বেদম পেটাতে শুরু করেন। পুলিশের ধারণা তোফাজ্জেল সেখানে গোলযোগ করছিল। পরে পুলিশ তোফাজ্জেলকে ফাঁড়ীতে নিয়ে যায়।