কপিলমুনিতে বারুণী মেলার মাঠে তুচ্ছ ঘটনায় এক যুবককে নির্মম মারপিটের ঘটনায় জড়িত সেই ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন, কপিলমুনি ফাঁড়ির পুলিশ সদস্য আহসান হাবিব (৫৭৭) ও রফিক (১১৭৬)।
উল্লেখ্য, কপিলমুনি মহা বারুণী মেলার সার্কাস প্যান্ডেলের মাঠে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোলযোগ বাধে। এসময় পাশে অবস্থানরত তোফাজ্জেল সরদার (৩৩) গোলযোগ ঠেকাতে যায়।
এ সময় কপিলমুনি ফাঁড়ির পুলিশ সদস্য আহসান হাবিব ও রফিক ঘটনাস্থলে পৌছে তোফাজ্জেলকে বেদম পেটাতে শুরু করেন। পুলিশের ধারণা তোফাজ্জেল সেখানে গোলযোগ করছিল। পরে পুলিশ তোফাজ্জেলকে ফাঁড়ীতে নিয়ে যায়।
উল্লেখ্য, কপিলমুনি মহা বারুণী মেলার সার্কাস প্যান্ডেলের মাঠে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোলযোগ বাধে। এসময় পাশে অবস্থানরত তোফাজ্জেল সরদার (৩৩) গোলযোগ ঠেকাতে যায়।
এ সময় কপিলমুনি ফাঁড়ির পুলিশ সদস্য আহসান হাবিব ও রফিক ঘটনাস্থলে পৌছে তোফাজ্জেলকে বেদম পেটাতে শুরু করেন। পুলিশের ধারণা তোফাজ্জেল সেখানে গোলযোগ করছিল। পরে পুলিশ তোফাজ্জেলকে ফাঁড়ীতে নিয়ে যায়।