পাইকগাছায় দেলূটি ইউনিয়নের তেলিখালী গ্রামের বিপন্ন সরদারের উপর সন্ত্রাসী
হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে বুধবার
বিকালে সৈয়দখালী কালিবাড়ী ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদারের সভাপতিত্বে
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা সিপিবি’র সভাপতি কমরেড শেখ
আব্দুল হান্নান, অনুকুল মজুমদার, মহাদেব রায়, বিপ্লব শেখ, শিশির
রায়, নাগরিক কমিটির স্বপন রায়, প্রভাষ সরকার, রিটন রায়. অশোক মন্ডল,
প্রদীপ মন্ডল, রঞ্জন সরকার, অজিত রায়, রিংকু মন্ডল, নজরুল শেখ, অমরেশ সরকার
ও হিরন্ময় সরদার।
উল্লেখ্য, গত ১৫ মার্চ নির্বাচনের দিন রাতে সন্ত্রাসীরা বিপন্ন সরদারের উপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৫ মার্চ নির্বাচনের দিন রাতে সন্ত্রাসীরা বিপন্ন সরদারের উপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।