পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ঐতিহ্যবাহী বারুণী মেলায় আদি রং মহল অপেরায়
যাত্রার নামে সারা রাতব্যাপী প্রদর্শিত হচ্ছে অর্ধনগ্ন নর্তকীদের উলঙ্গ
নৃত্য। গত ১৭ মার্চ থেকে শুরু ২০ দিন ব্যাপী এ মেলা চলবে ৫ এপ্রিল পর্যন্ত।
মেলার অন্যতম আকর্ষণ যাত্রাপালায় প্রচারে প্রতিদিন যাত্রাপালার নাম প্রচার
করলেও সারা রাতে মাত্র আধা ঘন্টাও যাত্রাভিনয় হচ্ছে না। বাকী প্রায় পুরোটা
সময় চলছে ঐ অশ্লীল নৃত্য। আর এতে করে স্থানীয়সহ প্রত্যন্ত এলাকার উঠতি
বয়সী যুব সম্প্রদায় হুমড়ি খেয়ে পড়েছে ঐ প্যান্ডেলে।
সরেজমিনে গিয়ে ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত ১১টার পর থেকে শুরু যাত্রা প্যান্ডেলে প্রথম থেকেই শুরু হয় অর্ধনগ্ন নর্তকীদের প্রায় সম্পূর্ণ উলঙ্গ নৃত্য। সাউন্ডবক্স ও মাইকে কুরুচিপূর্ণ আওয়াজ ও বিভিন্ন ফোক গানের তালে তালে স্টেজের নর্তকীরা একে একে শরীরের সমুদয় কাপড় খুলে প্রায় পুরোটা সময় প্যান্ডেলের দর্শকদের মাতিয়ে রাখছেন।
এতে করে আসন্ন এইচ,এস,সি পরীক্ষার্থী থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রদের অনাগত ভবিষ্যত নিয়ে এক অজানা আশংকায় রয়েছেন তাদের অভিভাবকরা। এদিকে থানা ও স্থানীয় পুলিশের সামনে এমন অশ্লীল প্রদর্শনী ভাবিয়ে তুলেছে স্থানীয় সচেতন মহলকে।
সরেজমিনে গিয়ে ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত ১১টার পর থেকে শুরু যাত্রা প্যান্ডেলে প্রথম থেকেই শুরু হয় অর্ধনগ্ন নর্তকীদের প্রায় সম্পূর্ণ উলঙ্গ নৃত্য। সাউন্ডবক্স ও মাইকে কুরুচিপূর্ণ আওয়াজ ও বিভিন্ন ফোক গানের তালে তালে স্টেজের নর্তকীরা একে একে শরীরের সমুদয় কাপড় খুলে প্রায় পুরোটা সময় প্যান্ডেলের দর্শকদের মাতিয়ে রাখছেন।
এতে করে আসন্ন এইচ,এস,সি পরীক্ষার্থী থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রদের অনাগত ভবিষ্যত নিয়ে এক অজানা আশংকায় রয়েছেন তাদের অভিভাবকরা। এদিকে থানা ও স্থানীয় পুলিশের সামনে এমন অশ্লীল প্রদর্শনী ভাবিয়ে তুলেছে স্থানীয় সচেতন মহলকে।
