পাইকগাছায় কতিপয় ব্যক্তিদের বিরুদ্ধে পৌর বাজারের শিবসা নদীর চর ভরাটি
জায়গা জবর দখল করে ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রশস্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
সংশ্লিষ্ট কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে অনেকের নির্মাণাধীন কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত কয়েক মাস আগে বেশ কয়েকজন ব্যক্তি বন্দোবস্ত নিয়ে পৌর বাজারের
শিবসা নদীর ধারে ব্যবসায়ী প্রতিষ্ঠান নির্মাণ করেন এবং পরবর্তীতে এসব
ব্যক্তিরা প্রতিষ্ঠান প্রশস্ত করার লক্ষে প্রতিষ্ঠানের পাশ থেকে সরকারি
জায়গা জবর দখলে নেয়ার জন্য মাটি ভরাট সহ অন্যান্য কাজ শুরু করেন।
এ খবর জানতে পেরে মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে আনোয়ার হোসেন ও ছবেদ নামে এক চারো ব্যবসায়ীর নির্মাণ কাজ বন্ধ করে দেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) বলেন, বন্দোবস্তকৃতদের আধা শতক বরাদ্দ দেয়া হলেও কিছু কিছু ব্যক্তি অতিরিক্ত জায়গা জবর দখলে নেয়ার চেষ্টা করছেন। যা সম্পূর্ণ অবৈধ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এ খবর জানতে পেরে মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে আনোয়ার হোসেন ও ছবেদ নামে এক চারো ব্যবসায়ীর নির্মাণ কাজ বন্ধ করে দেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) বলেন, বন্দোবস্তকৃতদের আধা শতক বরাদ্দ দেয়া হলেও কিছু কিছু ব্যক্তি অতিরিক্ত জায়গা জবর দখলে নেয়ার চেষ্টা করছেন। যা সম্পূর্ণ অবৈধ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
