দুর্নীতিমুক্ত উন্নত সমাজ গঠন ও সেবা প্রদানের দৃঢ় প্রত্যয় নিয়ে যৌবনদীপ্ত
৮৬ জন যুবক একটি সংগঠনের পতাকাতলে সমবেত হয়েছেন। সংগঠনটির নাম ''সরল আদর্শ
যুব সংঘ''। পাইকগাছা উপজেলারই সন্তান এই সংগঠনের সদস্যরা।
তাদের চোখে-মুখে ফুঁটে উঠেছে প্রতিবাদের আগুন আর ন্যায় প্রতিষ্ঠার দৃঢ়তা। এ
প্রত্যয় নিয়ে গত ৭ জানুয়ারি ২০১৪ সরল আদর্শ যুব সংঘের ব্যানারে তাদের
যাত্রা শুরু। যাত্রা শুরুর দিনই সকল সাধারন সদস্যের সরাসরি ভোটে ৫ সদস্যের
কর্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি- রবি শঙ্কর মন্ডল, সাধারন সম্পাদক- পার্থ প্রতীম চক্রবর্তী, কোষাধ্যক্ষ- মুক্ত অধিকারী, কার্যকরি সদস্য- মিহির রায় ও লিপটন মন্ডল। প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন, জগদীশ চন্দ্র রায়, অখিল মন্ডল, পঙ্কজ সানা, সমীরণ শীল ও দেবব্রত ব্যানার্জী।
জন্মলগ্ন থেকে এই অল্প কিছু দিনের মধ্যেই সংগঠনটি সেবামূলক কাজ হিসেবে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। এছাড়া সংগঠনটি ঈদে মিলাদুন্নবী ও সরস্বতী পূজা উৎযাপন এবং বাংলা নববর্ষ উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও প্রীতি ভোজের আয়োজন করে।
যুব সংঘের সদস্যরা সামাজিক উন্নয়নে সংগঠনটিকে আরো গতিশীল করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাপূর্ণ হস্তক্ষেপ কামনা করেন।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি- রবি শঙ্কর মন্ডল, সাধারন সম্পাদক- পার্থ প্রতীম চক্রবর্তী, কোষাধ্যক্ষ- মুক্ত অধিকারী, কার্যকরি সদস্য- মিহির রায় ও লিপটন মন্ডল। প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন, জগদীশ চন্দ্র রায়, অখিল মন্ডল, পঙ্কজ সানা, সমীরণ শীল ও দেবব্রত ব্যানার্জী।
জন্মলগ্ন থেকে এই অল্প কিছু দিনের মধ্যেই সংগঠনটি সেবামূলক কাজ হিসেবে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। এছাড়া সংগঠনটি ঈদে মিলাদুন্নবী ও সরস্বতী পূজা উৎযাপন এবং বাংলা নববর্ষ উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও প্রীতি ভোজের আয়োজন করে।
যুব সংঘের সদস্যরা সামাজিক উন্নয়নে সংগঠনটিকে আরো গতিশীল করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাপূর্ণ হস্তক্ষেপ কামনা করেন।