Monday, May 26, 2014

দুম্বার মাংস বন্টনে অবমূল্যায়ন ও কর্তৃত্ব না থাকার জের....

পাইকগাছা উপজেলা পরিষদের সাথে ইউপি চেয়ারম্যানদের দূরত্ব সৃষ্টি

 

ইউপি চেয়ারম্যানদের সমন্বয় কমিটির সভা বর্জন; অস্বস্তিতে উপজেলা পরিষদ


পাইকগাছায় দুম্বার মাংস বিতরণকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ১০ ইউপি চেয়ারম্যানদের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে বেশ কিছু দিন যাবৎ উপজেলায় ব্যাপক আলোচনা, সমালোচনার সৃষ্টি হয়েছে। 

দুম্বার মাংস বন্টনে ইউপি চেয়ারম্যানদের অবমূল্যায়ন ও কর্তৃত্ব না থাকার অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানরা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নিয়ে ২২ মে’র আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সভা বর্জন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় সম্প্রতি সরকারিভাবে সরবরাহকৃত ৯৮ প্যাকেট দুম্বার মাংস বিতরণে অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনেছেন ইউপি চেয়ারম্যানরা। চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভায় এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত সভাপতি শাহাদাৎ হোসেন ডাবলু ও সাধারণ সম্পাদক এসএম এনামুল হক সমন্বয় কমিটির সভা বর্জনের হুমকি দেন।

এ ঘটনার জের ধরে গত ২২ মে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভায় ১০ ইউপি’র কোন চেয়ারম্যান অংশগ্রহন করেননি। এ ঘটনার পর থেকে উপজেলা পরিষদ অস্বস্তিতে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু বলেন, প্রতি বছর ১০ ইউপি’র চেয়ারম্যানদের সাথে নিয়ে এ মাংস সুষ্ঠুভাবে বিতরণ করা হতো। কিন্তু এ বছর ভাইস চেয়ারম্যান মাওঃ কামাল হোসেন মাংস বিতরণে অনিয়মের আশ্রয় নিয়ে বিভিন্ন স্থানে এ মাংস বিতরণ করেছেন।

চাঁদখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী সমন্বয় কমিটির সভা বর্জনের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তারা পরিষদের কোন সভায় যোগদান করবে না।

চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাৎ হোসেন ডাবলু বলেন, এ ঘটনায় পরস্পরের মধ্যে সমন্বয় না হওয়ায় সভায় যোগদান করেননি।

আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতির বিষয়টি স্বীকার করে ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওঃ কামাল হোসেন বলেন মাংস বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়টি অসত্য। এতিম ও দুঃস্থদের মধ্যে মাংস বন্টন করা হয়েছে। তবে ইউপি চেয়ারম্যানদের অবহিত করা হয়নি বলে তিনি স্বীকার করেন।

উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র উপদেষ্টা এ্যাড. স.ম বাবর আলী এ প্রসংগে ইউপি চেয়াম্যানদের অভিযোগ খন্ডন করে বলেন, প্রকৃত দুঃস্থদের মাঝে এ মাংস বিতরণ করা হয়েছে। তবে ইউপি চেয়ারম্যানদের জানানো হয়নি বলে তিনিও স্বীকার করেন।