Thursday, June 12, 2014

পাইকগাছায় কলেজ ছাত্রী অপহরনের নাটক; মিথ্যা মামলা দিয়ে হয়রানী

পাইকগাছায় সম্পর্কের বিয়েকে কেন্দ্র করে এক কলেজ ছাত্রীর পিতা প্রতিপক্ষের বিরুদ্ধে কথিত অপহরনের মামলা দিয়ে হয়রানী করছেন বলে অভিযোগ উঠেছে। খোদ কলেজ ছাত্রী নিপা অপরনের বিষয়টি অস্বীকার করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা গড়ইখালী ইউপির বগুলারচক গ্রামের কৃষ্ণপদ মন্ডলের কলেজ পড়ুয়া মেয়ে সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিপা মন্ডল গত ২২ মে একই এলাকায় গার্মেস কর্মী সুমন মন্ডল এর সহিত নোটারী পাবলিক এর মাধ্যমে বিয়ে করেন এবং অদ্যবাধি তারা সংসার ধর্ম পালন করছেন।

পরিবারের অসম্মতিতে বিয়ে করার অভিযোগে নিপার পিতা কৃষ্ণপদ মন্ডল সুমন’সহ একই এলাকার বিশ্বজিত গাইন, শোভন, পুষ্পেন্দু, সুধাংশু’সহ অনেক যুবকদের বিরুদ্ধে ফৌজদারী আদালতে মামলা দিয়ে হয়রানী করছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে নিপা অপহরনের ঘটনাটিকে অস্বীকার করে জানিয়েছেন তাকে কেউ অপহরণ করেননি। তিনি আরও জানান মামলায় যাদেরকে জড়ানো হয়েছে তারা যাতে হয়রানীর শিকার না হয় সে বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। মামলার শিকার পুষ্পেন্দু বিকাশ অভিযোগ করেছেন পারিবারিক দন্ধের কারনে আমাদের মামলায় জড়ানো হয়েছে।

এ বিষয়ে পুলিশের তদন্ত কর্মকর্তা ক্যাম্প ইনচার্জ এস.আই উত্তম কুমার বিশ্বাস জানিয়েছেন, নিপার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে, তবে কি কথা হয়েছে তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত কিছু জানাননি।