Thursday, June 5, 2014

পাইকগাছায় প্রাক-বাজেট আলোচনা সভা ২০১৪-১৫ অনুষ্ঠিত

পাইকগাছা পৌরসভার প্রাক-বাজেট আলোচনা সভা (২০১৪-১৫) অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা, নবলোক ও ওয়াটার এইডের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকালে দলিল লেখক সমিতি ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, শেখ মাহবুবুর রহমান রঞ্জু, কাজী নেয়ামুল হুদা কামাল, সেলিম নেওয়াজ, এস,এম, তৈয়েবুর রহমান, কবিতা রাণী দাশ, সাবেক কাউন্সিলর ফাতেমা বেগম, শাহিদা আক্তার, নবলোক পরিষদের উপজেলা ব্যবস্থাপক ময়নুদ্দীন শেখ।

অনুষ্ঠান পরিচালনা করেন নবলোক পরিষদের সুমন হাসান খান।