Thursday, August 21, 2014

পাইকগাছার হরিঢালী ফাঁড়ির এএসআই ফজর আলীর ধৃষ্টতা

জামিনের রিকল এর তোয়াক্কা না করে গ্রেফতারের ধৃষ্টতা দেখিয়েছেন হরিঢালী পুলিশ ফাড়ির এএসআই ফজর আলী। শুধু অসৌজন্যমূলক আচরণে গ্রেফতার নয় সেই সাথে ৫ হাজার টাকা উৎকোচও দাবি করেন এএসআই ফজর আলী। হরিঢালী ইউনিয়নের হরিদাসকাঠী গ্রামের আকবর বিশ্বাসের ছেলে দোকান কর্মচারী রবিউল ইসলাম এ অভিযোগ করেছেন।

জানা যায়, গত ২৬ জুন ২০১১ তারিখে রবিউলের পিতা আকবর বিশ্বাস বাদি হয়ে পাইকগাছা থানায় ছেলে রবিউলের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলা নং জিআর ২৬১/১১। পরে নিজেদের ভুল বোঝাবুঝির অবসান করে পিতা আকবর বিশ্বাস মামলা প্রত্যাহারের জন্য আদালতে হলফনামা প্রদান করেন। সেই কারণে পাইকগাছার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১৫/০৫/২০১৪ তারিখে রবিউণকে জামিন দেন।

জামিন নেওয়ার কিছুদিন পর গত ১৯ আগষ্ট রাত ২টায় হরিঢালী পুলিশ ফাড়ীর এএসআই ফজর আলী রবিউলের বাড়িতে হানা দিয়ে তাকে ওই মামলায় গ্রেফতার করে ফাঁড়ীতে নিয়ে যান। এ সময় তাকে জামিনের রিকল দেখানো হলেও রবিউলের পরিবারের সদস্যদের সাথে এএসআই ফজর আলী খারাপ আচরণ করেন। তবে ৫ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে দারোগা ফজর আলী সাফ জানিয়ে দেন।

শুধু তাই নয়, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে পেটানো হবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করেন। রবিউলের পরিবার টাকা দিতে ব্যার্থ হওয়ায় ভোর ৪টা ৪০ মিনিটে রবিউলকে থানায় চালান দেন। এরপর সকালে রবিউলের ২ শিশু সন্তানসহ স্ত্রী রিকল নিয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেখালে তিনি রবিউলকে ছেড়ে দেন।

আইন প্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তার এহেন বেআইনি কর্মকান্ডে সুধীমহল ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।