Tuesday, August 26, 2014

পাইকগাছায় চিংড়ি ঘেরকে কেন্দ্র করে এলাকাবাসীর পাল্টা সংবাদ সম্মেলন

পাইকগাছায় চিংড়ি ঘেরকে কেন্দ্র করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। গত শনিবার ঘের মালিক এস. এম. রফিকুল ইসলামের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন উপজেলার লতা ইউনিয়নের পানা এলাকার জমির মালিকরা।

উক্ত সংবাদ সম্মেলনে উত্থাপিত অত্যাচার, নির্যাতন, হামলা-মামলার ঘটনা সঠিক নয় উল্লেখ করে একই এলাকার মৃত ললিত হালদারের পুত্র রনজিত কুমার হালদার মঙ্গলবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বিকাশ গংদের হয়রানীমূলক মামলায় ঘের মালিক’সহ এলাকাবাসী হয়রানী হচ্ছে।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।