Tuesday, October 21, 2014

পাইকগাছায় অবহেলিত যোগাযোগ, স্বাস্থ্য ও বিদ্যুৎ ব্যবস্থা

১০টি ইউনিয়নে ৩৬৫ কিলোমিটার কাঁচা রাস্তা, বিদ্যুৎবিহীন ২৪ গ্রাম


স্বাধীনতার গত ৪৪ বছরে এখনো পর্যন্ত কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয়নি খুলনার পাইকগাছা উপজেলায়। ৩৬৫ কিলোমিটার কাঁচা রাস্তার কারণে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। দুইটি ইউনিয়নে এখনো গড়ে উঠেনি কমিউনিটি ক্লিনিক। ৩৬টি ক্লিনিকের মধ্যে জরাজীর্ণ রয়েছে ১৯টি। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছাইনি অনেক ইউনিয়নে। ফলে আধুনিকতার ছোঁয়া থেকে দুরে রয়েছে ২৪ গ্রামের মানুষ।

জানা গেছে, জেলার সুন্দরবন সংলগ্ন ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে পাইকগাছা উপজেলা। উপজেলা থেকে কৃষি, মৎস্য ও বনজ সম্পদ থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা সরকার রাজস্ব পেয়ে থাকলেও স্বাধীনতার গত ৪৪ বছরেও কাঙ্খিত উন্নয়ন হয়নি গুরুত্বপূর্ণ এ উপজেলার।

উপজেলার ১০টি ইউনিয়নে এখনো পর্যন্ত কাঁচা রয়েছে ৩৬৪.৫৯ কিলোমিটার রাস্তা। নাজুক এ যোগাযোগ ব্যবস্থার কারণে উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন রয়েছে দুর্গম এলাকার মানুষ। স্বাস্থ্য খাতে বেশ কিছু উন্নয়ন পরিলক্ষিত হলেও উপজেলার সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নে এখনো গড়ে উঠেনি কমিউনিটি ক্লিনিক। বর্তমানে ১০ ইউনিয়নে ৩৬টি ক্লিনিক চালু থাকলেও ১৯টি ক্লিনিকের অবস্থা জরাজীর্ণ। ফলে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত রয়েছে হাজার হাজার মানুষ।

আধুনিক জীবনযাপনে বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও লতা ইউনিয়নের গঙ্গারকোনা, কাঠামারী, বাহিরবুনিয়া, পানা, শামুকপোতা, পুটিমারী, গদারডাঙ্গা, হানিরাবাদ, আসাননগর, গোয়াছোবা, রেখামারী, হালদারচক, তেতুলতলা ও দেলুটি ইউনিয়নের বিগরদানা, হাটবাড়ী, গোপীপাগলা, ফুলবাড়ী, সৈয়দখালী, দুর্গাপুর, তেলিখালী, কালিনগর, সেনেরবেড়, হরিণখোলা, দারুনমল্লিক, নোয়াইসহ দুই ইউনিয়নের ২৪টি গ্রামে এখনো পৌঁছাইনি বিদ্যুতের আলো। ফলে আধুনিক জীবনযাপন থেকে বঞ্চিত রয়েছে দুই ইউনিয়নের ২০ হাজার মানুষ।

অবহেলিত এ উপজেলার যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুৎ খাত সহ সার্বিক উন্নয়নে সরকারের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।