Tuesday, November 18, 2014

পাইকগাছার ৩৪টি‘সহ খুলনা জেলায় ১৭.৬৬% প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ

আকাশের নিচে ৪১ হাজার শিশু


খুলনা জেলার ১৮৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪১ হাজার শিশু ঝুঁকিপূর্ণ ভবন, অস্থায়ী চালাঘর আর খোলা আকাশের নিচে পড়াশোনা করছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে ওই ভবনগুলো ঝুঁকিপূর্ণ আর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দুই বছরেরও অধিক সময় ধরে মহানগরীসহ খুলনার নয় উপজেলায় ঝুঁকিপূর্ণ ভবন, অস্থায়ী চালাঘর আর খোলা আকাশের নিচে বসেই পাঠদান চলছে এমন সরকারি ও সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৮৬টি।

এগুলোর মধ্যে মহানগরীতে রয়েছে ৬টি, পাইকগাছায় ৩৪টি, কয়রায় ১৯টি, ডুমুরিয়ায় ৩৬টি, তেরখাদায় ১৩টি, দাকোপে ১৯টি, দিঘলিয়ায় ৯টি, বটিয়াঘাটয় ৩৮টি ও রূপসায় ১২টি।

এ হিসাব অনুযায়ী খুলনায় ১৭.৬৬ শতাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী। আর এ বিদ্যালয়গুলোতে অধ্যয়নরত রয়েছে অন্তত প্রায় ৪১ হাজার শিশু। এসব শিক্ষার্থী এ রকম নানা প্রতিকূল পরিবেশের মধ্যে লেখাপড়া করছে।