Friday, April 24, 2015

আগামীকাল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা


বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশুমৃত্যু প্রতিরোধের লক্ষে আগামীকাল শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০১৫ অনুষ্ঠিত হবে। এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইনের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। শিশুদের ভরা পেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। কাঁচি দিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মুখ কেটে ভেতরে থাকা তরল ওষুধ চিপে খাওয়ানো হবে। জোর করে বা কান্নারত অবস্থায় ক্যাপসুল খাওয়ানো যাবে না।

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’১৫ উপলক্ষে ৬ থেকে ১১ মাসের ২ হাজার ৮৩৮ জন শিশুকে নীল রঙের ১ লাখ (আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাসের ২১ হাজার ৬৭৭ শিশুকে, লাল রঙের ২ লাখ (আইইউ) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২৪০টি স্থায়ী কেন্দ্রে, ২৫টি অতিরিক্ত কেন্দ্রে ও দুর্গম এলাকায় ১৬টি টিকা কেন্দ্রে ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবী ৭৬৯, ব্র্যাক ১৫০, স্বাস্থ্য সহকারী ৪৫, পরিবার পরিকল্পনা সহকারী ৫০, সিএইচসিপি ৩৬, পরিবার পরিকল্পনা পরিদর্শক ২, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৮, চিকিৎসা সহকারী ৮, সেনিটারী ইন্সপেক্টর ১, এমটি (ইপিআই) ১ ও ১০ জন চিকিৎসক।