মরা নদীর তীরে চিংড়ি চাষের আগ্রাসন গিলে খাচ্ছে সবুজ। মরছে গাছপালা। ফসলের ক্ষেত বিবর্ন নোনা মাটির বিষে। পাইকগাছার শিববাটিতে মিলেছে শিবসা নদীর তিন মোহনা। কিন্তু এই মোহনায় পানি অনেক কম। ৩০ হাতের স্থলে ৭-৮ হাত। শিবসা তীরের শিববাটি এলাকা থেকে ছবি তুলেছেন :: রফিকুল মন্টু