Wednesday, April 13, 2016

পাইকগাছায় লোহার শুলে বিদ্ধ যুবকের সফল অস্ত্রপচার; ‪বিপদমুক্ত‬

পাইকগাছায় চড়ক পূজা উপলক্ষে খেজুর ভাঙ্গা অনুষ্ঠানের অনুশীলন করতে গিয়ে খেজুর গাছ থেকে পড়ে নিচে পুতে রাখা লোহার এক ফলা শুলে বিদ্ধ সন্ন্যাসী যুবক ব্রতি সুন্দর রায় (৩৫) এর সফল অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। সে এখন বিপদমুক্ত হয়ে খুলনার ফটিস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তার পরিবার সূত্র জানিয়েছে। গতকাল থেকে মর্মান্তিক ঘটনাটি ছিল পাইকগাছা-কয়রা'সহ গোটা অঞ্চলের প্রধান আলোচনার বিষয়বস্তুু।


জানা গেছে, বিকাল বেলা খেজুর ভাঙ্গা অনুষ্ঠান হয় কিন্তু ব্রতি সকাল ১১টার দিকে খেজুর ভাঙ্গার অনুশীলন করার জন্য খেজুর গাছের মাথায় ওঠে। এসময় সে গাছ থেকে পড়ে নিচে নিজের পুতে রাখা শুলে বিদ্ধ হয়। লোহার শুলটি তার শরীরের বামপাশ থেকে বিদ্ধ হয়ে ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। মঙ্গলবার মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার আমিরপুর এলাকায়।
লোহার শুল বিদ্ধ অবস্থায় ব্রতি সুন্দর’কে খুলনা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয় ও বিকালে গরীব নেওয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সর্বশেষ ফনিস্ট হাসপাতালে রাতে তার সফল অস্ত্রপচার করে শুল বের করা হয়। রাত্র ৩টার দিকে তার জ্ঞান ফেরে বলে তার পরিবার সূত্র জানিয়েছে। তার অবস্থা আশংকমুক্ত।
ব্রতি সুন্দর কয়রা উপজেলার বাশখালী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত কার্ত্তিক চন্দ্র রায়ের ছেলে।