পাইকগাছা পৌরসভাস্থ কড়ুলিয়া খেয়াঘাটের রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই শোচনীয়। রাস্তা খুবই সরু ও নিচু হওয়ায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হয় পৌরসভার সাথে শিবসা নদী দ্বারা বিচ্ছিন্ন কড়ুলিয়া গ্রামের বাসিন্দাদের।
কিন্তু কর্তৃপক্ষের জন্য বসে না থেকে নিজেদের সমস্যা নিজেরা সমাধানের উদ্যোগ নেয় গ্রামবাসী। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শুক্রবার সকাল থেকে মাটি কেটে রাস্তা চওড়া ও উচু করার কাজ শুরু করে কড়ুলিয়া গ্রামের লোকজন।
![]() |
| ছবি :: চন্দন সরকার |
এই কাজের উদ্যোক্তা কড়ুলিয়া গ্রামের শিক্ষক সাধন চন্দ্র সানা এবং আশুতোষ কুমার মন্ডল জানান, শুক্রবার কাজের শেষে স্বেচ্ছাশ্রমীকদের ভোজনের ব্যবস্থা করা হবে।
