Thursday, November 23, 2017

দখল ও দূষণে মৃতপ্রায় শিবসা-কপোতাক্ষ

পাইকগাছার অভ্যন্তরে শিবসা আর কপোতাক্ষের একাংশে নেই কোন জোয়ার ভাটার ঢেউ। চিরচেনা সেই শিবসা-কপোতাক্ষ আজ ধীরে ধীরে পরিনত হয়েছে মরা খালে। হারিয়েছে যৌবন। এক সময়ের খরস্রোতা শিবসা নদী ও কপোতাক্ষ নদের দু’পাড়ে সাম্প্রতিক সময়ে অবৈধ দখল আর দূষণ ক্রমেই বাড়ছে।


শিবসা-কপোতাক্ষকে রক্ষার জন্য বিভিন্ন সময় নেতা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা নানান বাণী শোনালেও এখন পর্যন্ত কার্যকর কোন উদ্যোগ নেয়নি কেউ। বরং যাদের কাধে নদী রক্ষার দায়িত্ব তারাই নদী ভরাট করে চলেছে। মাছ চাষের নামে নদীর বিভিন্ন স্থানে বাধ সৃষ্টি করে পানির স্বাভাবিক গতিকে রুদ্ধ করে দিয়েছে। কেউবা নদীর চরে ময়লার স্তুপ বানাচ্ছে।

এক সময় দক্ষিণাঞ্চলের মালামাল আনা নেওয়ার জন্য ব্যবসায়ীদের একমাত্র ভরসা ছিল নদী পথ তথা শিবসা কপোতাক্ষ। আর এখন সেই নদী যে যেভাবে পারছে দখল ও দুষণ করছে!


নদী এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, কাশিমনগরের উত্তরে, কপিলমুনি বাজারের পিছনে, গোলাবাড়ি মোড়, আগড়ঘাটা, বোয়ালিয়া খেয়াঘাট, রাড়ুলী, আলোকদীপ, শিববাটী, কাঁটাখালী বাজার, মরিচচাপ খেয়াঘাট, বড়দল খেয়াঘাট, চাঁদখালী বাজার এলাকা,ও পাইকগাছা বাজার, বয়রা গেট, হাড়িয়া নদীর মুখসহ শিবসা ও কপোতাক্ষের বিভিন্ন অংশ দখল হয়ে গেছে। ভূমিদস্যুরা নদীর মাঝখান বরাবর নানা ধরনের দখলদারি চালাচ্ছে। অনেক জায়গায় নির্মাণ করা হচ্ছে ঘর। কেউবা গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। কেউ বা বানাচ্ছে ইটের ভাটা! 

এক সময়কার খরস্রোতা শিবসা আর কপোতাক্ষ স্থানভেদে ৫০০ থেকে ১৫০০ ফুট ও তার অধিক প্রসস্থ ছিল, যা বর্তমানে কোথাও কোথাও ১০০ থেকে ২০০ ফুটে পরিনত হয়েছে। নদীর অস্তিত্ব এখন হুমকির মুখে। এমতাবস্থায় নদী দুটি দখল ও দূষণমুক্ত করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন নদীর অববাহিকায় বসবাসকারী জনসাধারণ।

তথ্য ও ছবি :: মোঃ সাইফুল ইসলাম, পাইকগাছা।
(আংশিক পরিমার্জিত)