Friday, December 15, 2017

পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সন্মেলন অনুষ্ঠিত

পাইকগাছার কৃতি সন্তানেরা প্রশাসন, বিচার বিভাগসহ বিভিন্ন স্তরে দক্ষতা ও সততার পরিচয় দিয়ে সুনাম কুড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র। বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিসংগ্রামে সকল শহীদদের স্মরণ করে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে এ এলাকার মুক্তিযোদ্ধোরা ইতিহাস সৃষ্ঠি করেছেন।


বৃহস্পতিবার শেষ বিকেলে পৌরসভাস্থ শহীদ মিনার চত্বরে পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি আয়োজিত সন্মেলনে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন পার্লামেন্ট জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র।

তিনি এলাকার জলবদ্ধতা নিরসনে নদী খনন, ভাঙ্গন রোধ, বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপকূলীয় এলকার মানুষের জান-মাল রক্ষার্থে টেকসই বাধ নির্মাণসহ মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।


এর আগে সন্মেলনের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডঃ প্রশান্ত কুমার মন্ডল। আয়োজক কমিটির সভাপতি আঃ মজিদ গাজীর সভাপতিত্বে ও এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সংবাদিক সাকিলা রুমা, কৌশিক দে বাপ্পী, জেলা নাগরিক সমাজের নেতা এমএম ইকবাল হোসেন বিপ্লব, এ্যাড. মোঃ বাবুল হাওলাদার।

বক্তব্য রাখেন, এ্যাড. কিশোর দাশ, এ্যাড. সমরেশ মন্ডল, আকবর আলী, এমএ লতিফ, এসএম আফজাল হোসেন, প্রভাষক মোকারম উল আহাদ, ফারুক হোসেন, সাংবাদিক অমল মন্ডল, নুর ইসলম, শংকর মন্ডল প্রমুখ।