গোপন সংবাদের ভিত্তিতে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ। আসামি মোতালেব আলী হাওলাদার (৬০) উপজেলার দেলুটি ইউনিয়নের মৃত সুন্দর আলী হাওলাদারের ছেলে।
পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপব জানিয়েছেন, আটক মোতালেব পাইকগাছা থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা ৫২/০৩ নং মামলার আসামি। আদালতে তার ৩ বছরের সাজা হয়। বুধবার দুপুরে এএসআই মহিবুলাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলুটি খেয়াঘাট এলাকা থেকে মোতালেব'কে গ্রেফতার করেন।