পাইকগাছায় নিন্মচাপের প্রভাবে গত তিন দিনের বৃষ্টিপাতে আমন ও সবজি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাহত হয়েছে দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা। সাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে গত শুক্রবার রাত থেকে পাইকগাছার সর্বত্রই শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টিপাত। যা রোববার রাত পর্যন্ত মাঝারি আকারে অব্যাহত থাকে।
![]() |
| ছবি : প্রতীকী |
অসময়ের এ বৃষ্টিপাতে এলাকার যেসব ক্ষেতের আমন ফসল কাটার উপযোগী হয়েছে এবং ইতোমধ্যে অনেকেই যারা পাঁকা ধান কেটে ক্ষেতে রেখে দিয়েছেন সে সব আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও ক্ষতি হয়েছে শীতকালীন সবজি ফসলের।
কখনো গুড়িগুড়ি আবার কখনো মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম। বিশেষ করে গত দু’দিন কোন কাজ করতে পারেনি স্বল্প আয়ের শ্রমীজীবি মানুষেরা। একই সাথে ব্যবসা বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রেও পড়েছে বিরূপ প্রভাব। ভাঙ্গাচুরা রাস্তায় পানি জমে বিঘ্নিত হয়েছে চলাচল। সবমিলিয়েই অসময়ের এই বৃষ্টিপাতে ফসলের ক্ষয়ক্ষতিসহ ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
