পাইকগাছার কপিলমুনি বাজারের মাঝখানে প্রধান সড়কের উপর সব সময়ই দাড়িয়ে থাকে পাইকগাছা-খুলনা রুটের কোন না কোন বাস। ফলে সৃষ্টি হয় অসহনীয় যানজটের।
পাইকগাছা থেকে ছেড়ে আসা অন্য কোন বাস, দাড়িয়ে থাকা বাসটিকে ওভারটেক করার উপক্রম না করলে বাস ছাড়ার কোন লক্ষণ দেখা যায় না। পরের বাস ১০ মিনিট/ ২০ মিনিট/ ৩০ মিনিট যত দেরিতেই আসুক না কেন, কিছুই যেন আসে যায় না বাস শ্রমিকদের।
![]() |
ছবি তুলেছেন :: এ. কে আজাদ |