Saturday, September 14, 2013

পাইকগাছায় মোটরসাইকেল চোরদের দৌরাত্ম্য বৃদ্ধি

পাইকগাছায় মোটরসাইকেল চোরদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। বেপরোয়াভাবে মোটরসাইকেল চুরি হচ্ছে এখানে। প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখ থেকে মুহূর্তের মধ্যেই চুরি হয়ে যাচ্ছে মটর সাইকেলগুলো।

পৌর বাজার, হাসপাতালের মধ্যে থেকে এমনকি খোদ আদালত প্রাঙ্গন থেকেও মোটরসাইকেল চুরি হবার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। গত চার মাসে ৭ থেকে ৮টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও খোয়া যাওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করতে পারেনি পুলিশ।

সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মিরাজুল ইসলাম মিরাজের ব্যবহৃত (১০০সিসি) ডিসকোভার নীল রঙের মটরসাইকেলটি পৌর বাজারের কপোতাক্ষ মার্কেট চত্বর থেকে কে বা করা চুরি করে নিয়ে যায়।

গত ৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে ডিসকোভার (১০০সিসি) লাল-কালো রঙের মোটরসাইকেলটি রেখে গদাইপুর ইউপি চেয়ারম্যান পুত্র কাজী বাপ্পি তার শিশুপুত্রকে ডাক্তার দেখাতে যায়। ডাক্তার দেখিয়ে ফিরে এসে দেখেন কে বা কারা মটরসাইকেলটি চুরি করে নিয়েছে।

গত ১২ আগষ্ট উপজেলার সোলাদানা ইউনিয়নের খালিয়ারচক গ্রামের মৃত গোবিন্দ মন্ডলের পুত্র প্রহাদ মন্ডল ও তার স্ত্রী আদালত প্রাঙ্গনে একটি লাল রঙের অলটন মোটরসাইকেল রেখে আদালতে হাজিরা দেয়। মাত্র ২৫/৩০ মিনিটের ব্যবধানে আদালত চত্বর থেকে কে বা কারা মেটিরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

গত ২৫ এপ্রিল বেলা ১১টার দিকে উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা গ্রামের জনৈক দীলিপ কপালী তার ব্যবহৃত লাল রঙের হিরোহোন্ডা (স্পিলিন্ডার-১০০সিসি) মোটর সাইকেলটি আদালত প্রাঙ্গনে রেখে জনৈক আইনজীবীর সঙ্গে কথা বলতে যান। মাত্র ১০/১৫ মিনিটের ব্যবধানে মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে যায়।

গত ৪ এপ্রিল সকাল সোয়া ১০টার দিকে একইভাবে আদালত প্রাঙ্গন থেকে একটি ডিসকোভার (১৩৫সিসি) মোটরসাইকেল চুরি হয়ে যায়। ভুক্তভুগী মোটরসাইকেল মালিক গদাইপুর গ্রামের জনৈক হাকিম গাজী বলেন, ইঞ্জিন ও ঘাড়ের লক দিয়ে কোর্টের বারান্দার ঠিক সামনে মোটরসাইকেলটি রেখেছিলাম। দু’চার মিনিটের ব্যবধানে শ’ শ’ লোকের উপস্থিতিতেই মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নেয়।

এর ৪/৫ দিন আগে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে সকাল ১০টার দিকে অনেকগুলো মোটরসাইকেলের মধ্যে থেকে (১৩৫সিসি) একটি ডিসকোভার মোটরসাইকেল চুরি হয়ে যায়।

তার একদিন পর উপজেলার রাড়ূলী ইউনিয়নের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মনিরুল ইসলামের গ্লামার মোটরসাইকেলটি দিনে দুপুরে রাস্তার উপর থেকে চুরি হয়ে যায়।


চুরি হয়ে যাওয়া এ সকল মোটরসাইকেলের কোন হদিস মিলছে না বলে ভুক্তভোগিরা জানিয়েছেন। এদিকে গতকাল শুক্রবার সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের রামনগর গ্রাম থেকে কাগজপত্র বিহীন একটি ডিসকোভার ও একটি হিরোহোন্ডা মোটর সাইকেল উদ্ধার ও দু’জনকে আটক করেছে পুলিশ।