পাইকগাছায় চাঁদনী শেডের পজিশন নিয়ে মাছ ব্যবসায়ী
ও সবজি ব্যবসায়ীর মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম
উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।
শুক্রবার সকাল থেকে অর্ধশত খুচরা মাছ ব্যবসায়ীরা অবস্থান নিয়ে মৎস্য চাঁদনীটি নিয়ন্ত্রন করছে বলে সরেজমিন গিয়ে দেখা যায়। জানাযায়, উপজেলার বাঁকা বাজারে প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গত ৫/৬ মাস পূর্বে উপজেলার বাঁকা বাজারে খুচরা মাছ ব্যবসায়ীদের জন্য দু’টি চাঁদনী শেড নির্মাণ করেন। নির্মিত শেডের পজিশন নিয়ে দীর্ঘদিন ধরে খুচরা মাছ ব্যবসায়ীদের সাথে কতিপয় কিছু সবজি ব্যবসায়ীর বিরোধ চলে আসছে। শেডদু’টি মৎস্য ব্যবসায়ীর জন্য নির্মিত হওয়ায় খুচরা মাছ ব্যবসায়ী সমিতির সদস্যরা শেড দু’টি মৎস্য ব্যবসায়ের জন্য ব্যবহার করতে চায়।
উল্লেখ্য, শেড নির্মানের পূর্বে দীর্ঘদিন ধরে নির্ধারিত স্থানে খুচরা মাছ ব্যবসায়ীরা নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনা করে আসছিল। অপরদিকে সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুর রাজ্জাক কিছু সবজি ব্যবসায়ীর নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে মৎস্য ব্যবসায়ীদের উপেক্ষা করে কতিপয় সবজি ব্যবসায়ীদের নিকট পজিশন হস্তান্তরের পায়তারা করে আসছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার সকাল থেকে অর্ধশত খুচরা মাছ ব্যবসায়ীরা অবস্থান নিয়ে মৎস্য চাঁদনীটি নিয়ন্ত্রন করছে বলে সরেজমিন গিয়ে দেখা যায়। জানাযায়, উপজেলার বাঁকা বাজারে প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গত ৫/৬ মাস পূর্বে উপজেলার বাঁকা বাজারে খুচরা মাছ ব্যবসায়ীদের জন্য দু’টি চাঁদনী শেড নির্মাণ করেন। নির্মিত শেডের পজিশন নিয়ে দীর্ঘদিন ধরে খুচরা মাছ ব্যবসায়ীদের সাথে কতিপয় কিছু সবজি ব্যবসায়ীর বিরোধ চলে আসছে। শেডদু’টি মৎস্য ব্যবসায়ীর জন্য নির্মিত হওয়ায় খুচরা মাছ ব্যবসায়ী সমিতির সদস্যরা শেড দু’টি মৎস্য ব্যবসায়ের জন্য ব্যবহার করতে চায়।
উল্লেখ্য, শেড নির্মানের পূর্বে দীর্ঘদিন ধরে নির্ধারিত স্থানে খুচরা মাছ ব্যবসায়ীরা নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনা করে আসছিল। অপরদিকে সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুর রাজ্জাক কিছু সবজি ব্যবসায়ীর নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে মৎস্য ব্যবসায়ীদের উপেক্ষা করে কতিপয় সবজি ব্যবসায়ীদের নিকট পজিশন হস্তান্তরের পায়তারা করে আসছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান বিষয়টি বাজার কমিটির দায়িত্ব, টাকা গ্রহনের বিষয়টি তিনি অস্বীকার করেন।
সর্বশেষ শুক্রবার সকালে খুচরা মাছ ব্যবসায়ী সমিতির ৫৬ জন সদস্য শেড দু’টিতে অবস্থান নিলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের হস্তক্ষেপে বাজার কমিটির সাবেক সভাপতি সাদেক গাজী ও বিশিষ্ট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী আরশাদ আলী বিশ্বাসের মধ্যস্থতায় দু’পক্ষকে নিয়ে সংকট নিরসনের উদ্যোগ নিয়েছেন বলে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান। খুচরা মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আকাম বিশ্বাস জানান নির্ধারিত স্থানে তারা দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা পরিচালনা করে আসছে এবং তাদেরই ব্যবসায়ের জন্য চাঁদনী শেড দু’টি নির্মাণ করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম শহীদুল্লাহ জানান, যেহেতু মাছ ব্যবসায়ের জন্য চাঁদনী শেডটি নির্মাণ করা হয়েছে সেহেতু পজিশন পাওয়ার ক্ষেত্রে মৎস্য ব্যবসায়ীরাই অগ্রাধিকার পাবে। বিষয়টি তিনি সরেজমিন প্রদর্শন করে বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান।