অবশেষে
এক সপ্তাহ পর পাইকগাছার দেলুটী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলায়
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।
তিনি শনিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যান এবং এক সংক্ষিপ্ত সমাবেশে
বক্তব্য রাখেন। সভায় বক্তারা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত দু’নেতার
গ্রেপ্তারের দাবী জানান। পরে উপজেলা চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ বাড়ী ঘর
পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল জায়গা জমি বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীরা উপজেলার দেলুটী সরদার পাড়ার ১৫টি সংখ্যালঘু বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল জায়গা জমি বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীরা উপজেলার দেলুটী সরদার পাড়ার ১৫টি সংখ্যালঘু বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করে।