পাইকগাছায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৬ বছরের এক
শিশু মারাত্মক আহত হয়েছে। আহত শিশু ইয়াছির আরাফাত গত ৩দিন যাবৎ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানাযায়, গত রোববার সকাল ১১ টার
দিকে উপজেলার গোপালপুর গ্রামের দেলোয়ার
হোসেন সানা’র শিশুপুত্র ইয়াছির আরাফাত প্রধান সড়ক পার হওয়ার সময় উপজেলা সদর
থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী মটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে
মারাত্মক আহত হয়। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে বলে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান।