Wednesday, April 10, 2013

হরতাল বন্ধের দাবিতে ‘হেফাজতে জনগণ’র শুক্র শনি হরতাল

দেশ থেকে হরতালের রাজনীতি চিরতরে নির্মূলের দাবিতে সিলেট থেকে '‘হেফাজতে জনগণ’' নামের একটি সংগঠন সারাদেশে শুক্রবার ও শনিবার হরতাল আহ্বান করেছে। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির মহাসচিব আলা উদ্দিন আহমদের নামে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ হরতাল আহ্বান করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার নগরীর আম্বরখানা বড়বাজার ৯৩ নম্বর জুহি ভিলায় হেফাজতে জনগণের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় হরতালের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের চেয়ারম্যান ক্বারী মাওলানা সামছুল হকের সভাপতিত্বে ও মহাসচিব আলা উদ্দিন আহমদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুহেল আহমদ, সুমন আহমদ, নোমান আহমদ, আবদুল গাফফার, খসরু খান, জিয়াউল ইসলাম, আবদুল করিম, জহির আহমদ, মাওলানা সাইফুর রহমান, নিজাম উদ্দিন, মাওলানা তরিকত উল্লাহ, আহমদ মোয়াইমিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র সুরক্ষা, দুর্নীতি নির্মুল, অসাম্প্রদায়িক দেশ গড়া, ধর্মীয় মূল্যবোধ সুরক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মুল ও সর্বোপরি যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা এখন দেশের মানুষের কাঙ্খিত প্রত্যাশা। এ অবস্থায় দফায় দফায় লাগাতার হরতাল দিয়ে দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষাসহ সকল ক্ষেত্রে চরম অস্থিতিশীলতার সৃষ্টি করা হচ্ছে। সভায় বক্তারা বলেন, এ অবস্থায় হরতাল দিয়েই হরতাল সংস্কৃতি বন্ধ করতে হবে।

হেফাজতে জনগণের মহাসচিব আলা উদ্দিন আহমদ জানান, হরতালের কারণে দেশ ও জাতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই বাধ্য হয়ে হেফাজতে জনগণ হরতাল বন্ধের দাবিতে হরতাল আহ্বান করেছে। হরতালে মানুষের দুর্ভোগ যাতে কম হয় সেজন্য সরকারী ছুটির দিন এ হরতাল আহ্বান করা হয়েছে। এ হরতাল হবে সম্পূর্ণ অহিংস।

প্রসঙ্গত, এর আগে ‘হেফাজতে জনগণ’ নামের এই সংগঠনের কোন দৃশ্যমান কার্যক্রম সিলেট নগরীতে দেখা যায়নি।