Thursday, April 18, 2013

দু’দিনের কাল বৈশাখী ঝড়ে ৩ দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন পাইকগাছা

পাইকগাছায় গত দু’দিনের কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি সহ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা উপজেলা। গত মঙ্গলবার ও বুধবার সন্ধ্যায় কাল বৈশাখী ঝড় আঘাত হানলে উপজেলার ১০/১২টি ইটের ভাটার কয়েক হাজার কাঁচা ইট নষ্ট, শত শত মণ ফলন্ত আম গাছের আম পড়ে বিনষ্ট হয়।

এছাড়াও অন্যান্য মৌসুমী ফলসহ বোরো ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে সূত্রে জানা যায়। দু’দিনের ঝড়ে চাঁদখালীসহ উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের কয়েকটি খুঁটি ভেঙ্গে যাওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে গত ৩ দিন যাবত এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রিচার্জ করতে না পারায় প্রায় শতকরা ৮০টি মোবাইল বন্ধ হয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্যসহ বিরুপ প্রভাব পড়েছে জনজীবনে। বিদ্যুতের ত্র“টি মেরামতে বিদ্যুৎ বিভাগের কয়েকটি টিম বিভিন্ন স্থানে কাজ করছে বলে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মনোহর চন্দ্র মন্ডল জানান। তবে কখন বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত কিছু বলতে পারেনি।