Sunday, April 14, 2013

পাইকগাছায় বর্ষবরনে ঘোড়ার গাড়ীর শোভাযাত্রা

পাইকগাছায় নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনব্যাপী উদযাপিত হচ্ছে বর্ষবরণ ১৪২০ বঙ্গাব্দ। বর্ষবরনে এ বছরে প্রধান আকর্ষন ছিল শতাধিক ঘোড়ার গাড়ির শোভাযাত্রা। বর্ষবরণ উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে রোববার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহন করে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজন করা হয় পান্তাভোজ। এরপর শতাধিক ঘোড়ার গাড়ীর এক শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্ত্বর হতে লস্কর পর্যন্ত প্রদক্ষিন করে।

দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে ৯টায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু, লবনডাড়ী, এক্কা, দোককা, লাফদড়ি, সি-বুড়ি, বিস্কুট দৌড় ও বুদ্ধিমত্তা প্রতিযোগিতা, ১১ টায় উপজেলা পরিষদ বনাম স্থানীয় সুধী একাদশের মধ্যে ক্রীকেট প্রতিযোগিতা, ১২ টায় মোটর শ্রমিক ইউনিয়ন বনাম পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের মধ্যে কাচিটানা প্রতিযোগিতা। দুপুরের পর ঐতিহ্যবাহী ঢালী(লাঠি) খেলা, বিকালে শিবসা ব্রীজ সংলগ্ন বালুর মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, এরপর শিশু কিশোরদের মধ্যে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা বিষয় বাংলার প্রকৃতি। সর্বশেষ সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাতে পুরস্কার বিতরণী। উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামানের সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, ওসি শেখ আবুবকর সিদ্দিক, অধ্যক্ষ রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষিকা সুরাইয়া বানু ডলি। উপস্থিত ছিলেন-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।