Sunday, April 14, 2013

পাইকগাছায় পিকেটারদের টায়ারের আগুনে পথচারী শিশু অগ্নিদগ্ধ

পাইকগাছায় হরতাল চলাকালে পিকেটারদের টায়ারের আগুনে ১১ বছরের এক পথচারী শিশু অগ্নিদগ্ধ হয়েছে। এতে তার বাম পায়ের অংশবিশেষ ঝলসে গেছে। পরে তাকে শিবিরের নেতাকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পৌরসভাস্থ সরল বাজারের প্রধান সড়কে। অগ্নিদগ্ধ জাহিদুল ইসলাম উপজেলার গোপালপুর গ্রামের নজরুল দপ্তরীর শিশু পুত্র। সে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার পিতা-মাতা ও প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার দিন সকালে সে পার্শ্ববর্তী জহুরা জব্বার কিন্ডার গার্টেন স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি যাচ্ছিল। এসময় সরল বাজারের ইমদাদুলের চায়ের দোকানের সামনে প্রধান সড়কে জামায়াত-শিবির সমর্থিত পিকেটাররা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করছিল। পিকেটাররা টায়ারের আগুনের গতি বৃদ্ধি করতে পেট্রোল ছোড়াকালে পেট্রোলের আগুন ছিটকে গিয়ে পথচারী শিশুর পরিধেয় পোশাকে জ্বলে ওঠে। পরে পিকেটিংরত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা প্রদানশেষে তার পরিবারের নিকট হস্তান্তর করে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার প্রশ্ন্তা মন্ডল জানান কি কারনে শিশুটি অগ্নিদগ্ধ হয়েছে এ ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে শিশুটির পরিবারের লোকজন তাকে ভর্তি করতে অস্বীকৃতি জানালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।