Saturday, May 4, 2013

সুন্দরবনে বাঘ গণনায় ক্যামেরা ট্রাকিং প্রশিক্ষণ শুরু

সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েল বেঙ্গল টাইগার সম্পর্কে সঠিক তথ্য পেতে বাঘ সুমারি পরিচালনার জন্য আজ শনিবার থেকে শুরু হয়েছে ক্যামেরা ট্রাকিং ও সংশ্লিষ্টদের ৩ দিনের প্রশিক্ষণ কার্যক্রম। আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে মূল জরিপ কাজ। এতে বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহে ব্যবহার করা হবে অত্যাধুনিক ক্যামেরা। এতে জানা যাবে সুন্দরবনের বাঘের প্রকৃত সংখ্যা। বাঘ সুমারী সঠিক ভাবে পরিচালনার লক্ষ্যে সুন্দরবন পুর্ব বিভাগের কটকা এলাকা থেকে আজ শনিবার সকালে বনবিভাগ, বিশ্ব ব্যাংক ও বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড লাইফ ট্রাষ্টের যৌথ উদ্যোগে বাঘ শুমারীর কাজের পাইলট প্রকল্পের আওতায় ক্যামেরা ট্রাকিং ও অংশ গ্রহণকারীদের প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়েছে। চলবে সোমবার পর্যন্ত। এতে অংশ নেবে ৬০ জন বিশেষজ্ঞের একটি টিম।


পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা আমির হোসেন জানান, সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের এলাকা ভিত্তিক বিচরণ কেমন ঘটছে এবং ওই এলাকায় কতটি বাঘ রয়েছে তা সঠিক ভাবে নির্ণয়ের জন্য পাইলট প্রকল্পপের আওতায় ক্যামেরা ট্রাপিংসহ সংশ্লিষ্টদের ৩ দিনের প্রশিক্ষন দেওয়া হচ্ছে। এর আগে সর্বশেষ ২০০৪ সালের সুমারিতে সুন্দরবনে ৪শ ৪০টি বাঘের সংখ্যা জানা যায়।