Saturday, May 4, 2013

জিয়াউর রহমানকে পাইকগাছার বিভিন্ন মহলের অভিনন্দন

জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের জয়ের নায়ক জিয়াউর রহমানকে অভিনন্দন জানিয়েছে আনন্দ উল্লাস করেছে তার নিজ জন্মস্থান পাইকগাছার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। তাকে অভিনন্দন জানিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও খুলনা-৬ সংসদ সদস্য এ্যাড সোহরাব আলী সানা বলেন জিয়াউর রহমান শুধু পাইকগাছার গর্ব নয়, সে এখন বাংলাদেশের গর্ব, এজন্য আমরা গর্বিত। তিনি তার ভবিষ্যৎ ক্রিকেট জীবনের উত্তরাত্তর সাফল্য কামনা করেন। 

উল্লেখ্য, ক্রিকেটার জিয়াউর রহমান জনি’র জন্মস্থান সুন্দরবন সংলগ্ন খুলনার পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামে। তার পিতা সোলাদানা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম সরদার রফিকউদ্দিন। তার জন্ম অজপাড়াগায়ে হলেও তার পিতার মৃত্যুর পর খুলনায় তার খালার বাড়িতে থেকে লেখাপাড়া শুরু করেন। লেখাপড়ার ফাঁকে সে ক্রিকেট খেলায় মনোযোগী হয়ে ওঠে।

২ বছর আগে ভাল পারফরম্যান্স করার সুবাদে সে ঢাকার প্রিমিয়ার লিগে সুযোগ পায়। সেখানেও সে ভাল করার কারনে সীমিত ওভারের খেলায় সুযোগ করে নেয়। এখানেও সে ব্যাটে এবং বলে ভাল পারফরম্যান্স করে। সম্প্রতি শ্রীলংকা সিরিজে ১ দিনের ম্যাচে প্রথম তার অভিষেক হয়। সর্বশেষ শুক্রবার জিম্বাবুয়ের বুলাওয়েতে ৩ ম্যাচের প্রথম ম্যাচ বিশাল ব্যবধানে বাংলাদেশ জয়লাভ করে, যার জয়ের নায়ক জিয়াউর।

সে ৯ ওভারে ৩০ রান খরচ করে ১টি মেডিনসহ ৫ উইকেট ছিনিয়ে নেয়। খেলা চলাকালীন সময়ে তার নিজ এলাকার হাজারো দর্শক খেলা উপভোগ করে আনন্দ উল্লাস করেন। শুক্রবার সন্ধ্যার পর হতে বিপনী বিতান, টিস্টল থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে আনন্দ উল্লাস ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয় জিয়াউর রহমান।

তার ভবিষ্যত সাফল্য কামনা করে অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, ভারপ্রাপ্ত পৌর মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, প্রেসক্লাব সভাপতি গাজী সালাম, সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, কর্মরত সাংবাদিক, ন্যাশনাল লীগের অন্যতম ক্রিকেটার গাজী জুবায়েদুর রহমান জিকোসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।