Thursday, May 2, 2013

পাইকগাছায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

পাইকগাছায় র‌্যালী, আলোচনাসভা, কাঙ্গালীভোজসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে পৌর হ্যান্ডলীং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে সংগঠনের কার্যালয়ে সভাপতি হাশেম আলী গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, বক্তব্য রাখেন গাজী আব্দুস সামাদ, কাশেম গাজী, আলম গাজী, নূর ইসলাম গাজী, সালাম মোড়ল, মহাসীন আলী, আবুল গাজী। 


এদিকে দুপুরে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে লোনাপানি কেন্দ্রের সামনে এক কাঙ্গালী ভোজের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমজাদ হোসেন গোলদার, শ্রমিকনেতা জাস্টিস, জামাল, জাহাঙ্গীর হোসেন, ফারাদুল ইসলাম সবুজ, রশীদ, মনি, রফিকুল, দবিরউদ্দিন, সাঈদ, ফসিয়ার ও শাহিন। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন বিস্তারিত কর্মসূচী পালন করে।