Thursday, May 2, 2013

পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় লোনাপানি কেন্দ্রের কর্মচারী জখম

পাইকগাছায় মহান মে দিবসের শুরুতেই দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউট লোনা পানি কেন্দ্রের ৪র্থ শ্রেণীর এক কর্মচারীকে জখম করেছে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

জানা যায়, ঘটনার দিন ভোর ৫টার দিকে জাহিদুল ইসলামসহ ৩ দুর্বৃত্ত জোর পূর্বক কেন্দ্রের ভিতরে প্রবেশের চেষ্টা করলে এসময় কর্তব্যরত কর্মচারী সরল গ্রামের মৃত হরস্বীত মন্ডলের পুত্র নীলকোমল মন্ডল (৪৮) তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করলে দুবৃত্তরা কর্মচারীর উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে রক্তাত্ব জখম করে পালিয়ে যায়।

পরে কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে কেন্দ্রের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি খন্দকার সাকির হোসেন বলেন দুবৃত্তদের হামলায় আহত কর্মচারীর মাথার জখম স্থানে কয়েকটি সেলাই লেগেছে এবং তার বামচোখটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।