Friday, May 3, 2013

পাইকগাছায় চিংড়ী ঘের দখলের চেষ্ঠা; বোমা বিষ্ফোরণ

পাইকগাছায় চিংড়ী ঘের দখলকে কেন্দ্র করে বোমা বিষ্ফোরন ও দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষের স্বসস্ত্র লোকজন স্থানীয় ঘের মালিকদের দখলে থাকা চিংড়ী ঘের দখলের চেষ্ঠা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৩ জন আহত হয়েছে বলে জানাগেছে। সংঘর্ষের এক পর্যায়ে স্থানীয় ঘের মালিকদের লোকজনের বাধার প্রতিপক্ষের লোকজন পিছু হটতে বাধ্য হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, উপজেলার লতা ইউনিয়নের গঙ্গারকোনা, মাঝেরাবাদ ও তেতুঁলতলা এলাকার ২২শ বিঘার একটি চিংড়ী ঘের নিয়ে বর্তমান দখলে থাকা নির্মল ঠাকুর গংদের সাথে প্রতিপক্ষ দখলচুত্ত্য প্রভাবশালী ঘের মালিক সাইফুল ইসলাম ডুয়েলের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিক হামলা, মামলা, দখল পাল্টা দখল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য গত মাস খানেক পূর্বে নির্মল ঠাকুরগংরা চিংড়ী ঘেরের দখল বুঝে নিয়ে চিংড়ী ঘেরের নিয়ন্ত্রন করে আসছে। সর্বশেষ শুক্রবার বিকাল ৪টার দিকে ৩টি ট্রালার ও ১০টি মটরসাইকেলযোগে সাইফুল ইসলাম ডুয়েলের স্বসস্ত্র শতাধিক লোকজন চিংড়ী ঘেরের ভিতরে প্রবেশ করে দখলের চেষ্ঠা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় কয়েকটি বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নির্মল ঠাকুরের দু’জন ও সাইফুল ইসলাম ডুয়েলের ১ জন আহত হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।