Friday, May 31, 2013

পাইকগাছায় ৪ দিনের ভারী বর্ষনে শতাধিক কাঁচা-ঘরবাড়ি বিধস্ত

নিম্নচাপের প্রভাবে টানা ঝড়োহাওয়া ও ৪ দিনের ভারী বর্ষনে পাইকগাছায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিধস্ত হয়েছে শতাধিক কাঁচাঘরবাড়ি, অসংখ্য চিংড়ী ঘের ভেসে ও হাজার হাজার হেক্টর ফসলী জমি তলিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশংকা করা হচ্ছে।

সুত্রমতে, সম্প্রতি বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিনত হলে এর প্রভাবে গত মঙ্গলবার হতে শুক্রবার পর্যন্ত ৪দিনের টানা ভারী বর্ষন ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ৪দিন কাজ করতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন হাজার হাজার শ্রমজীবী মানুষ। উপজেলার গড়ইখালীর বাইনবাড়ী, কুমখালী ও হোগলারচক এলাকায় প্রায় শতাধিক কাঁচাঘরবাড়ি বিধস্ত, অসংখ্য চিংড়ী ঘের ভেসে ও ফসলী জমি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান।

অপরদিকে দেলুটি ইউনিয়নের দারুনমল্লিক, হরিনখোলা, কালিনগর, শহীদখালী, গোপিপাগলা, সেনেরবেড়, হাটবাড়ি, বিগরদানা, দূর্গাপুর ও ফুলবাড়ি এলাকার হাজার হাজার হেক্টর ফসলী জমি তলিয়ে তিল, ডাল, শষা, মিষ্টিকুমড়া ও তরমুজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার জানান। এছাড়াও পৌর সদরসহ চাঁদখালী, রাড়ুলী, গদাইপুর, হরিঢালী, কপিলমুনি এলাকার নিচু এলাকা তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। সবিমিলিয়েই ৪দিনের ভারী বর্ষনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।