Saturday, June 15, 2013

তবে ঝড়ুক বাদল, সিক্ত হোক ধরণী

আষাঢ়ের প্রথম দিন আজ, কদম ফোটার দিন। বাংলার ঋতু বৈচিত্র্যের অন্যতম বর্ষা মৌসুম শুরু হয় আষাঢ়ের আগমনে। আমাদের প্রকৃতি, আমাদের জাতীয় জীবন, আমাদের কৃষি আবহাওয়া এবং জলবায়ুর প্রভাব বিস্তার করে আছে বর্ষা ঋতু। তবে এবার অনেক আগেই বর্ষা শুরু হয়েছে। ফলে বর্ষা ঋতুর আগমনের জন্য যে অপেক্ষা করতে হয় এবার আর তা করতে হয়নি। এমনকি কদম ফুলও ফুটেছে আগেভাগে বর্ষা পেয়ে।

 
আবহাওয়া ও জলবায়ুগত কারণে হোক বা অন্য কারণে বিশেষ করে জ্যৈষ্ঠে ঘূর্ণিঝড় মহাসেন সৃষ্টি হওয়ায় তার প্রভাবে বৃষ্টি হয়েছে পর্যাপ্ত। এবার বর্ষায় অতিবৃষ্টি হলে বন্যার আশংকা রয়েছে।