Saturday, June 15, 2013

পাওনা টাকা চাওয়ায় পোনা ব্যবসায়ীর নামে ছিনতাই মামলা

কপিলমুনিতে পাওনা টাকা চাওয়ার অপরাধে এক চিংড়ি পোনা ব্যবসায়ী ইবাদুল ইসলাম (৩৫) নামের ও তার সহোদরসহ ৫ জনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমুলক ছিনতাই মামলা করেছে হাবিবুর দপ্তরী (২৭) নামের এক যুবক। গত ৯ জুন সন্ধায় ছিনতাই ঘটনার উদ্ধৃতি দিয়ে দায়ের করা মামলায় ব্যবসায়ীদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিয়ে। এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

কপিলমুনির কাশিমনগর গ্রামের মৃত আব্দুল গাজীর পুত্র ও স্থানীয় মানিকতলা বাজারের বন্ধু ফিসের স্বত্বাধিকারী ইবাদুল গাজীর কাছ থেকে দীর্ঘ প্রায় ৪ বছর যাবৎ চিংড়িপোনা ক্রয় লেন-দেন করে আসছিল পার্শ্ববর্তী তালার নলতা এলাকার নফেল দপ্তরীর পুত্র হাবিবুর দপ্তরী। এমতাবস্থায় বন্ধু ফিসে পোনা ক্রয় সংক্রান্ত লেনদেনের বিষয়ে হাবিবুর দপ্তরীর কাছে সর্বশেষ ৫০ হাজার ২ শত ৪৫ টাকা প্রাপ্তী হয় অথচ একের পর এক ওয়াদা দিয়েও হাবিবুর তা পরিশোধ করেনি। পাওনা টাকা না দেওয়ার মানষে বিভিন্ন তালবাহানা করতে থাকে সে।

এক পর্যায় গত ৯ জুন কশিমনগর বাজারে হাবিবুরকে দেখে পাওনা টাকা চাইতে গেলে বাধে বিপত্ত্বি। সে সময় টাকা দেওয়ার জন্য পুনরায় ওয়াদা করলে স্থানীয় গন্যমান্য ব্যাক্তির মধ্যস্থতায় কপিলমুনি বাজারের ব্যবসায়ী লিয়াকত আলী তার প্রাপ্য টাকা থেকে ২০ হাজার টাকা পরিশোধ করবে মর্ম্মে সিদ্ধান্ত করে। এবং বাকী ৩০ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধের ওয়াদা করে চলে যায়। পরে সেখান থেকে বাড়ি ফিরে হাবিবুর উল্টো পাওনাদার ইবাদুল গাজী, সহোদর মফিজুল গাজী (৩০)সহ ৫ জনকে আসামী করে পাইকগাছা থানায় একটি ছিনতাই মামলা দায়ের করে। যার নং-২২, তারিখ-১০/০৬/১৩ এবং ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৫০৬ দঃবিঃ।

মামলায় উল্লেখ থাকে যে, ঘটনার দিন হাবিবুর কাশিমনগর বাজারে ৫টি গরু বিক্রি করে ১ লাখ ৯ হাজার ৬ শত ২৪ টাকা কোমর ব্যাগে নিয়ে মোটর সাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে পতিমধ্যে আসামীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার সাইকেলের গতিরোধ করে কোমরে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। অথচ ঘটনার দিন উভয়পক্ষের মধ্যকার সৃষ্ট গোলযোগের বিষয় মিমাংশার স্বার্থে স্থানীয় পুলিশ ফাঁড়িতে সরকার দলীয় নেতাদের উপস্থিতি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নের্তৃবৃন্দসহ গন্যমান্য ব্যাক্তিদের সম্মুখে বিষয় নিষ্পত্ত্বি হয়।

ঘটনার পর পাইকগাছা থানায় ছিনতাই মামলা হওয়ায় স্থানীয় ব্যবসায়ীসহ ব্যবসায়ী নেতাদের মাঝে এক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা এ ঘটনায় দায়ের হওয়া মিথ্যা, বানোয়াট ও হয়রানীমুলক মামলা প্রত্যাহারসহ পাওনা টাকা আদায়ে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।