Sunday, June 23, 2013

অতিবর্ষণে পাইকগাছার তিল চাষিরা বিপাকে

বৃষ্টির কারনে ক্ষেতে পানি জমে গাছ মারা যাওয়ায় জেলার পাইকগাছার তিল চাষিরা বিপাকে পড়েছে। তিল চাষে বিনিয়োগকৃত টাকা ফিরে না পাবার আশংকায় কৃষদের মুখের হাসি মলিন হয়ে গেছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি খরিপ মৌসুমে উপজেলায় ১২০হেক্টর জমিতে তিল চাষ হয়। চলতি তিল চাষ মৌসুমে উপজেলার সবজির আবাদ পরিচিত লবনাক্ত দেলুটি ইউনিয়নেই ১০০ হেক্টর, গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলী ইউনিয়নে ২০ হেক্টর তিলের আবাদ হয়েছে। আবাদ শুরুতে আবহাওয় সহায়ক ছিল। গাছে ফলও ভাল ধরেছিল। কিন্তু গত কয়েক সপ্তাহের বৃষ্টিতে তিলক্ষেত পানিতে তলিয়ে যায়। গাছের গোড়া পচে অধিকাংশ গাছ মরে গেছে। দেলুটী একালার কৃষক প্রমথ মন্ডল, সুব্রত মন্ডল ও অখিল মন্ডল জানান, শুরম্নতে তিলের আবাদ খুব ভাল ছিল। কিন্তু বৃষ্টি তাদের সব আশা মাটি করে দিয়েছে। ক্ষেতে বেঁচে থাকা ছড়ানো ছিটানো যে গাছ বেঁচে আছে তার থেকে খরচের অর্ধেক টাকাও ফিরে পাবে না। এতে এলাকার তিল চাষীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিভাষ চন্দ্র সাহা জানান, চলতি মৌসুমে প্রথম দিকে আবহাওয়া অনুকূলে থাকায় তিলের বাম্পার ফলনের আশা ছিল। কিন্তু অতিবৃষ্টিতে তিলক্ষেতে পানি জমে গাছ মরে যাচ্ছে। ইতোমধ্যে আবাদের ৫০ ভাগ তিল ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়েছে।