কয়রায়
ছেলের ঘুষিতে এক পিতা নিহত হয়েছে। নিহতের নাম তাজেল সানা (৭০)। ঘটনাটি
ঘটেছে শুক্রবার বেলা ১০ টায় উপজেলার ৪নং কয়রা গ্রামে। স্থানীয় গ্রামবাসী
সূত্রে জানাগেছে, পারিবারিক কলোহের জের ধরে নিহতের ছোট পুত্র আনারুল (৩০)
পিতার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতা আনারুলকে কয়েকটি চর থাপ্পর মারে।
রাগে পুত্র আনারুল ও তার পিতার বুকে স্বজোরে ঘুষি মারে। সাথে সাথে পিতা মাটিতে লুটিয়ে পড়ে। এসময় গ্রামবাসী এসে প্রথমে স্থানীয় গ্রাম্য ডাক্তার খলিলের কাছে প্রাথমিক চিকিৎসা করায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে এলভিন লঞ্চযোগে খুলনায় নেওয়ার পথে রাত্র ২ টায় আহত পিতা মারা যায়।
এব্যাপারে জানতে চাইলে গ্রাম্য ডাক্তার খলিল জানান, খবর পেয়ে সেখানে গেলে অসুস্থ্য তাজেল সানা আমাকে বলে আমার লাঞ্চে ঘুষি মেরেছে। বুকে ব্যাথায় খিল ধরছে। আমি তাৎক্ষনিক ব্যাথার ও গ্যাসের ঔষধ দেই। বিষয়টি নিয়ে এলাকায় চাপা ক্ষোব বিরাজ করছে।
রাগে পুত্র আনারুল ও তার পিতার বুকে স্বজোরে ঘুষি মারে। সাথে সাথে পিতা মাটিতে লুটিয়ে পড়ে। এসময় গ্রামবাসী এসে প্রথমে স্থানীয় গ্রাম্য ডাক্তার খলিলের কাছে প্রাথমিক চিকিৎসা করায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে এলভিন লঞ্চযোগে খুলনায় নেওয়ার পথে রাত্র ২ টায় আহত পিতা মারা যায়।
এব্যাপারে জানতে চাইলে গ্রাম্য ডাক্তার খলিল জানান, খবর পেয়ে সেখানে গেলে অসুস্থ্য তাজেল সানা আমাকে বলে আমার লাঞ্চে ঘুষি মেরেছে। বুকে ব্যাথায় খিল ধরছে। আমি তাৎক্ষনিক ব্যাথার ও গ্যাসের ঔষধ দেই। বিষয়টি নিয়ে এলাকায় চাপা ক্ষোব বিরাজ করছে।