Wednesday, June 26, 2013

শিশু ধর্ষণের ঘটনায় সংবাদ সম্মেলনে বিধবা সুফলা শীল

পাইকগাছার কপিলমুনি গণশৌচাগারে শিশু ধর্ষণের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদকে পুঁজি করে একটি স্বার্থনেষী মহল বিধবা মহিলার ব্যবসা প্রতিষ্ঠান ও বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে বিধবা সুফলা শীল মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব পাইকগাছায় এক সংবাদ সম্মেলনে বলেন, তার স্বামী কিনা শীল মারা যাওয়ার পর ৩/৪ মাস যাবৎ তিনি কপিলমুনি বণিক সমিতি সংলগ্ন স্বামীর চা’পট্টির দোকানটি পরিচালনা করে আসছেন। মাঝে মাঝে তার স্কুল পড়ুয়া ১০ বছরের ছোট মেয়েটি তার চায়ের দোকানে সহযোগিতা করে। বিষয়টি স্বার্থনেষী মহল সুনজরে দেখছে না।

গত ৭ জুলাই বাজারের গণশৌচাগারে শিশু ধর্ষণের মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট নাটকের সৃষ্টি করে কুচক্রী মহল সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে। এ ব্যাপারে তিনি প্রকৃত সত্য ঘটনা উৎঘাটন করে প্রকাশ ও কুচক্রী মহলের হাত থেকে তার চা’পট্টির দোকান রক্ষায় প্রশাসনরে হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে সুফলা শীলের পুত্র কৃষ্ণ শীল ও মোকন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।