বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে
পাইকগাছায় নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় পৌর বাজারসহ বিস্তৃর্ন
এলাকা প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, নিুচাপের প্রভাবে গত দু’তিনদিন
যাবৎ পূর্ণিমার প্রবল জোয়ারের পানি বাঁধ উপচে এলাকায় প্রবেশ করছে। ওয়াপদার
বাইরে অসংখ্য ছোট ছোট চিংড়ী ঘের প্লাবিত হয়ে নদীর সাথে একাকার হয়ে গেছে।
সর্বশেষ মঙ্গলবার দুপুরে শিবসা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায়
জোয়ারের উপচে পড়া পানি পৌর বাজারে প্রবেশ করে মাছ মার্কেট, পোনা মার্কেট,
কাঁকড়া মার্কেট, থানা চত্ত্বরসহ কয়েকটি মার্কেট পানিতে তলিয়ে গেছে। ফলে
ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
পৌর এলাকায় শহর রক্ষা বাঁধ না থাকায় প্রতিনিয়ত এ ধরনের দূর্যোগ মোকাবেলা করতে হয় বলে মেয়র সেলিম জাহাঙ্গীর জানান। পৌর শহরকে রক্ষা করতে অবিলম্বে শিবসা নদীর ধারে ফ্লাড ওয়াল নির্মাণের দাবী জানিয়েছে এলাকাবাসী।
পৌর এলাকায় শহর রক্ষা বাঁধ না থাকায় প্রতিনিয়ত এ ধরনের দূর্যোগ মোকাবেলা করতে হয় বলে মেয়র সেলিম জাহাঙ্গীর জানান। পৌর শহরকে রক্ষা করতে অবিলম্বে শিবসা নদীর ধারে ফ্লাড ওয়াল নির্মাণের দাবী জানিয়েছে এলাকাবাসী।