Sunday, September 22, 2013

পাইকগাছায় মটরসাইকেল চোরাই সিন্ডিকেটের আরেক সদস্য আটক

পাইকগাছায় থানাপুলিশ আবারও মটরসাইকেল চোরাই সিন্ডিকেটের সদস্য সন্দেহে এক যুবককে আটক করেছে। তাকে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক যুবকের কাছ থেকে এ ঘটনায় জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম বেরিয়ে এসেছে বলে থানা পুলিশ জানিয়েছে। পুলিশের ধারাবাহিক আটক অভিযানে এলাকায় গ্রেফতার আতংকে রয়েছে বিশিষ্ট ব্যক্তিরা।

থানা পুলিশসুত্রে জানা যায়, শনিবার রাত ৮ টার দিকে এসআই সিরাজুল ইসলাম অভিযান চালিয়ে পৌর বাজার থেকে বাতিখালী গ্রামের মাহতাব গাজীর পুত্র আবুল হোসেন (৩০) কে আটক করে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে ১৫ এপ্রিল তারিখে একটি মটরসাইকেল চুরি মামলায় ৭দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে প্রেরণ করেছে। এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান আটক আবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে মটরসাইকেল চুরি কাজে জড়িত রয়েছে এমন এলাকার কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম বলেছে। এলাকায় তাদের যথেষ্ট পরিচিতি রয়েছে এছাড়াও মটরসাইকেল উদ্ধারের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, সম্প্রতি এলাকায় মটরসাইকেল চুরির প্রবনতা বৃদ্ধি পাওয়ায় গত ১৩ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পুলিশ জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে।