Wednesday, October 2, 2013

পাইকগাছা সিনিয়র মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

পাইকগাছার ঐতিহ্যবাহী সিনিয়র মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা ভবনে অনুষ্ঠিত নির্বাচনে মাদ্রাসার মোট ১৮ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ভোটে সর্বোচ্চ ১৪ ভোট পেয়ে কৃষি বিষয়ের সহকারী শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল ও রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক নজরুল ইসলাম ১৩ ভোট পেয়ে দু’ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।

নিকটবর্তী প্রার্থী সমাজ বিজ্ঞান শিক্ষক জি,এ গফুর পান ৬ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মোঃ আজহার আলী।