Wednesday, October 2, 2013

পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের বিবৃতি

দাকোপ উপজেলার চালনার পুকুরপাড় সার্বজনীন দূর্গা মন্ডপে কতিপয় দূর্বত্তরা মন্ডপের দূর্গা প্রতিমা ভাংচুর করায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ ঘটনায় ক্ষোভ, গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ,প্রতিবাদ ও এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তরুন কান্তি দাশ, যুগ্ম সম্পাদক চম্পক পাল, জেলা নেতা সাধন ভদ্র, এ্যাডঃ অজিত মন্ডল, উপজেলা সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের আহবায়ক রতন ভদ্র, পূজা পরিষদ নেতা যুগোল কিশোর দে, রবীন্দ্র নাথ রায়, সন্তোষ সরদার, এ্যাডঃ চিত্ত রঞ্জন সরকার, তাপস বসু, উত্তম সাধু, মনোহর সানা, দুলাল বিশ্বাস, উত্তম দাশ, শংকর দেবনাথ, তৃপ্তি রঞ্জন সেন, অনাথ বন্ধু সরকার, কৌস্তভ রঞ্জন সানা, হেমেশ চন্দ্র মন্ডল, স্নেহেন্দু বিকাশ, মতিলাল সিংহ, অপুর্ব রায়, বিমল পাল, জগদিশ রায়, দিপঙ্কর মন্ডল, সুকৃতি মোহন, গুরুদাশ মন্ডল, অখিল মন্ডল, পীযুষ সাধু, স্বপন ঘোষ, রবীন্দ্রনাথ দত্ত, অসিত সাহা ভোলা।