Thursday, October 3, 2013

পাইকগাছায় ফেনসিডিলসহ দু’মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছায় পুলিশ অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিলসহ পুলিশের সাবেক এক সদস্যসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার সোলাদানা বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

থানাপুলিশ সুত্রে জানা যায়, ঝালকাটি জেলার নলছিটি থানার তোখাটি গ্রামের মৃত আবুল হোসেন মোল্যার পুত্র সাবেক পুলিশ সদস্য শাহীন হোসেন (৩৮) ও সাতক্ষীরার আশাশুনি থানার বুধহাটা গ্রামের সজিব সরদার (২৫) ঘটনারদিন সীমান্তবর্তী সাতক্ষীরা থেকে ফেনসিডিল নিয়ে সরবরাহ করার উদ্দেশ্যে পাইকগাছার সোলাদানা বাজার পৌছালে তাদের গতিবিধি সন্দেহ হলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের সহযোগিতায় স্থানীয় জনতা তাদেরকে আটক রেখে পুলিশকে খবর দেয়।

পরে থানার এসআই জালাল ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত দু’টি ব্যাগ থেকে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও ব্যবহৃত খুলনা-ল-১১-৩৮০৪ লাল পালসার মটরসাইকেলটি জব্দ করে। ওসি এম মসিউর রহমান জানান আটক দু’জনের মধ্যে শাহীন সাবেক পুলিশ সদস্য। সে ইতোপূর্বে একাধিকবার আটক হয়েছে বলে তিনি জানান।