পাইকগাছায় নবলোক পরিষদের টেকসই পরিবেশ সহায়ক স্বাস্থ্য উদ্যোগ প্রকল্পের
সমস্যা অগ্রাধিকারকরণ ও সমাধানে কার্যকর কৌশল নির্ধারণ শীর্ষক কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নবলোক পরিষদ কার্যালয়ে
প্রকল্প ব্যবস্থাপক মোঃ মঈনউদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়
বক্তব্য রাখেন, কাউন্সিলর ইদ্রিস আলী গাজী, কাজী নিয়ামূল হুদা কামাল, এসএম
তৈয়েবুর রহমান, কবিতা রাণী দাশ, জাহানারা বেগম, পৌর প্রকৌশলী কামরূল আকতার,
সাংবাদিক আজিজ, নবলোক পরিষদের মনিটরিং অফিসার লিটন হালদার, প্রকল্প
সুপারভাইজার সুমন হাসান খান, নাজমিন নাহার, গোবিন্দ লাল বাছাড়, লক্ষ্মীরাণী
সরদার, আসমা খাতুন, জাহানারা বেগম, রওশানারা ও রেহানা পারভীন।