Friday, November 29, 2013

পাইকগাছায় বিএনপি ও জামায়াতের ৫ নেতা আটক

পাইকগাছায় সাবেক কমিশনারসহ বিএনপি ও জামায়াতের ৫ নেতাকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা ও রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতদের বৃহস্পতিবার সকালে পুলিশের উপর হামলা ও ভাংচুর মামলায় আদালতে পাঠানো হয়েছে। 

থানা পুলিশ সুত্রে জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কাজে বাঁধা ও নাশকতার আশংকায় থানা পুলিশ বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে গদাইপুর ইউনিয়ন জামায়াতের ধর্ম বিষয়ক সম্পাদক মৃত রজব শেখের পুত্র আবু বকর সিদ্দিক (৫১), প্রচার সম্পাদক মোঃ সাকাম সরদারের পুত্র আব্দুর রহমান সরদার (৪৫), চাঁদখালী ইউপি’র দেবদুয়ার গ্রামের শেখ আব্দুল বারীর পুত্র শেখ হাফিজুল ইসলাম (৩৫) ও আগড়ঘাটা গ্রামের নওশের মোড়লের পুত্র জামায়াত নেতা মিজানুর রহমান এবং রাতে অভিযান চালিয়ে পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার গাজী সৈয়েদুর রহমানের পুত্র বিএনপি নেতা গাজী আব্দুস সালামকে আটক করে।

এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, আটক হাফিজুলের বিরুদ্ধে ৩টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে এবং নির্বাচন কাজে বাঁধা ও নাশকতার আশংকায় তাদেরকে আটক করা হয়েছে।