নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত এবং
নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আবারো টানা অবরোধের
কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা যাতে মনোনয়নপত্র দাখিল করতে না পারে সে বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশব্যাপী আবারো টানা অবরোধের কর্মসূচি দেয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ১৮ দল।
ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষদিন আগামী সোমবার এবং আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
বৈঠক সূত্রে জানা যায়, দুই দিনের অবরোধের পরও তফসিল স্থগিত করা না হলে রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল প্রতিহত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। আর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন ।
তবে অবরোধ কর্মসূচি চলায় মনোনয়নপত্র জমা দেয়ার সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার রিটার্নিং অফিসারের কার্যালয় খোলা রাখা হতে পারে বলে মনে করছে ১৮ দল। তাই শুক্রবারকেও অবরোধের আওতায় রাখতে চায় তারা। সে লক্ষ্যে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশব্যাপী আবারো টানা অবরোধের কর্মসূচি দেয়ার ব্যাপারে বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা যাতে মনোনয়নপত্র দাখিল করতে না পারে সে বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশব্যাপী আবারো টানা অবরোধের কর্মসূচি দেয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ১৮ দল।
ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষদিন আগামী সোমবার এবং আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
বৈঠক সূত্রে জানা যায়, দুই দিনের অবরোধের পরও তফসিল স্থগিত করা না হলে রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল প্রতিহত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। আর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন ।
তবে অবরোধ কর্মসূচি চলায় মনোনয়নপত্র জমা দেয়ার সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার রিটার্নিং অফিসারের কার্যালয় খোলা রাখা হতে পারে বলে মনে করছে ১৮ দল। তাই শুক্রবারকেও অবরোধের আওতায় রাখতে চায় তারা। সে লক্ষ্যে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশব্যাপী আবারো টানা অবরোধের কর্মসূচি দেয়ার ব্যাপারে বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হয়।