Thursday, November 28, 2013

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ৩০ নভেম্বরের বিএসসি সম্মান কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে শিক্ষকদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তার জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে এই প্রথমবারের মতো সিলেটের হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে তার বিশ্ববিদ্যালয়ের সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নেয়ার কথা ছিল। সে অনুযায়ী ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্নও হয়েছে। কিন্তু সম্প্রতি হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্বিমত পোষণ করায় আপাতত ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে পরীক্ষার কৌশল ও তারিখ জানিয়ে দেয়া হবে।