Tuesday, December 3, 2013

পাইকগাছায় ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পাইকগাছা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন প্রীতির মাধ্যমে চাঁদখালীর কাটাখালী বাজারের পজিশন হস্তন্তর করার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ঠ ইউপি সদস্যসহ এলাকাবাসী দুর্নীতিবাজ ও অসাধু কর্মচারী জাহাঙ্গীরের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও দুদকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,পাইকগাছা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার মোঃ জাহাঙ্গীর হোসেন উপজেলার চাঁদখালীর কাটাখালী বাজারের সরকারী পেরিফেরীভুক্ত জায়গায় প্রকৃত দোকানদার ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের ব্যবসায়ী পজিশন ব্যবসায়ীদের না দিয়ে নিজের ইচ্ছামত অসাধু ধনাঢ্য ব্যক্তিদের সহিত যোগসাজসে পজিশন দিচ্ছেন।

এমনকি পজিশন প্রতি ১০ হাজার টাকা হতে কোন কোন ক্ষেত্রে ২০/৩০ হাজার টাকা গ্রহন করছেন। এর আগেও উক্ত সার্ভেয়ারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপিত হয়েছিল।

সংশ্লিষ্ঠ ইউপি সদস্যসহ এলাকাবাসী বাজারের পেরিফেরিভুক্ত সরকারী সম্পত্তি দোকানদার ও ব্যবসায়ীদের মাঝে সঠিকভাবে পজিশন হস্তন্তরসহ বাকী পজিশন লটারীর মাধ্যমে হস্তন্তর এবং দুর্নীতিবাজ ও অসাধু কর্মচারী সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, দুদকসহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

মুঠোফোনে এ বিষয়ে সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন স্বার্থের ব্যাঘাত ঘটায় তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।